IQNA

ভিয়েনা ইসলামিক সেন্টারে ঈদ-এ মাবআস উপলক্ষে উৎসব মাহফিল

13:34 - May 15, 2015
সংবাদ: 3303897
আন্তর্জাতিক বিভাগ: ঈদ-এ মাবআস উপলক্ষে ১৫ই মে ভিয়েনা ইসলামিক সেন্টারে বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: নবুয়্যাত প্রাপ্তি দিবস উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব মাহফিল স্থানীয় সময় সন্ধ্যা ১৯:৩০ টায় অনুষ্ঠিত হবে। ভিয়েনার ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে আহলে বায়েত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে ইমাম হোসাইন (আ.), হযরত আব্বাস (আ.) এবং ইমাম যয়নুল আবেদীন (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে। এ সকল উৎসব অনুষ্ঠান ২৩শে মে থেকে স্থানীয় সময় সন্ধ্যা ১৯:৩০ টায় অনুষ্ঠিত হবে। 3297586

captcha