IQNA

গাজা পুনর্নির্মাণের জন্য সাহায্য করবে জার্মান

14:59 - May 19, 2015
সংবাদ: 3305470
আন্তর্জাতিক বিভাগ: গাজা পুনর্নির্মাণের জন্য ৩৭ মিলিয়ন ইউরো অনুদান করবে বলে জানিয়েছে সেদেশের ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মন্ত্রীর উপদেষ্টা।

গাজা পুনর্নির্মাণের জন্য সাহায্য করবে জার্মান
আন্তর্জাতিক বিভাগ: গাজা পুনর্নির্মাণের জন্য ৩৭ মিলিয়ন ইউরো অনুদান করবে বলে জানিয়েছে জার্মানের ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মন্ত্রীর উপদেষ্টা।
বার্তা সংস্থা ইকনা: যুদ্ধে বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণের জন্য ৩৭ মিলিয়ন ইউরো অনুদান করবে জার্মান।
ফিলিস্তিনি জাতিসংঘের সহায়তা সোসাইটি গতকাল (১৮ই মে) জানিয়েছে: গাজা সফরকালে জার্মানের ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মন্ত্রীর উপদেষ্টা টমাস জিলবার হর্ন গাজা পুনর্নির্মাণের জন্য ৩৭ মিলিয়ন ইউরো অনুদানের সম্মতি প্রদান করেছেন।
এছাড়াও ২০১৪ সালে গাজার মুসলমানদের সাহায্য এবং গাজা পুনর্নির্মাণের জন্য জার্মান ২০ মিলিয়ন ইউরো সাহায্য করেছে এবং গাজাবাসীদের সহায়তার জন্য জাতিসংঘ মোট ৮০ মিলিয়ন ডলার অনুদান করেছে।
ফিলিস্তিনি জাতিসংঘের সহায়তা সোসাইটির প্রধান রবার্ট নুরনার জার্মানের এ সাহায্যকে অসাধারণ অভিহিত করে বলেন: জার্মানের মত যদি অন্যান্য স্পন্সরগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিত তাহলে গাজাবাসীদের জন্য অনেক ভালো হত।
3305243

captcha