IQNA

আইএসআইএলের নিহত সদস্যদেরকে সাহাবীদের সাথে তুলনা করল লেবাননের সালাফি মুবাল্লিগ

8:13 - May 20, 2015
সংবাদ: 3305600
আন্তর্জাতিক বিভাগ: লেবাননের সীদোন শহরের সালাফি মুবাল্লিগ টুইটারে নিজের ব্যক্তিগত পৃষ্ঠায় ইরাকে আর-রামাদী শহরে আইএসআইএলের সন্ত্রাসী মূলক কার্যক্রমকে প্রশংসা করে এ দলের যে সকল সদস্য নিহত হয়েছে তাদেরকে হযরত মুহাম্মাদ (সা.)এর সাহাবীদের (যারা মুশরিকদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন) সাথে তুলনা করেছে!

বার্তা সংস্থা ইকনা: সীদোন শহরের সালাফি মুবাল্লিগ আহমাদ আল আসির টুইটারে নিজের ব্যক্তিগত পৃষ্ঠায় লিখেছে: ইসলামিক স্টেটের (!) মুজাহিদিনের ব্যাপারে তোমাদের যা ইচ্ছা তাই বল; আল্লাহর শপত! এদের পবিত্র রক্ত আমাকে হযরত মুহাম্মাদ (সা.)এর সাহাবীদের রক্তের কথা স্মরণ করিয়ে দেয়।
লেবাননের নিরাপত্তা বাহিনীর হাত থেকে পলাতক এ সালাফি মুবাল্লিগ দাবি করেছে, ইসলামিক স্টেটের (!) মুজাহিদগণ আল্লাহ এবং আহলে সুন্নতের সাহায্যের জন্য বিদ্রোহ করছে।
ইরাকের আল আনবার ও আর-রামাদী’র অন্যান্য সন্ত্রাসী দলের সাথে আইএসআইএলের বিভেদ সম্পর্কে বিবরণ দিতে যেয়ে আহমাদ আল আসির বলে: মুজাহিদিনদের মধ্যে বিচার করার ক্ষমতা আমার নেই; সাহাবীদের মধ্যেও মতভেদ ছিল। তবে আল্লাহ তাদের হৃদয়কে নিকটবর্তী করে রেখেছিলেন।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা দুই দিন পূর্বে আর রামাদী শহরে নারী, শিশু, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য সহ মোট ২০০ জন নিরীহ মানুষকে পাশবিক ভাবে হত্যা করে।
বলাবাহুল্য, সন্ত্রাসী গ্রুপ গঠন এবং লেবাননের সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈন্যদের হত্যা সহ অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহের অভিযোগে সেদেশের পুলিশ তাকে খুঁজছে।
3305504

captcha