কাতিফে বিক্ষোভকারীদের হাতে সৌদি পতাকার বদলে ব্যানার + ছবি
আন্তর্জাতিক বিভাগ: গত শুক্রবার (২২শে মে) সৌদি আরবের কাতিফ শহরে আল কাদেহ্ অঞ্চলে একটি শিয়া মসজিদে সন্ত্রাসী হামলায় শহীদদের দাফন কর্ম সম্পন্ন করার সময় কাতিফবাসীদের হাতে সৌদি পতাকার বদলে ‘ইয়া হুসাইন (আ.)’ লিখিত পতাকা ও ব্যানার ছিল।
বার্তা সংস্থা ইকনা: এ এসময়ে কাতিফের রাস্তাসমুহে লোকে পরিপূর্ণ ছিল। কিন্তু এসময়ে সৌদি আরবের কোন পতাকার চিহ্ন পাওয়া যায়নি। তবে তাদের হাতে ‘ইয়া হুসাইন (আ.)’ লিখিত লাল-সবুজ রঙ্গের পতাকা ছিল।
এ সময়ে অংশগ্রহণকারীরা সেদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাক্ষাতকারে কিছু সৌদি কর্তৃপক্ষকে রাষ্ট্রদ্রোহ নেতা হিসেবে আখ্যায়িত করেছে।
এদিকে এ হামলায় নিহত পরিবারবর্গকে সমবেদনা জানানোর জন্য এহসা শহরের অধিবাসীর বিভিন্ন প্ল্যাকার্ড হতে নিয়ে কাতিফে প্রবেশ করতে চাইলে সৌদি আরবের সামরিক বাহিনী তাদেরকে বাধা দেয়।