IQNA

ধর্মীয় নিদর্শন ধ্বংস করা জায়েজ নয়; আল-আজহারের শেখ

23:54 - May 26, 2015
সংবাদ: 3308179
আন্তর্জাতিক বিভাগ: আল-আজহারের শেখ আহমেদ আল তৈয়ব এক বিবৃতিতে সিরিয়ার ‘তাডমোর’ শহরে ঐতিহাসিক নিদর্শন ধ্বংসের ব্যাপারে বলেন: প্রাচীন সভ্যতা ও ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করা জায়েজ নয়।

আন্তর্জাতিক বিভাগ: আহমেদ আল তৈয়ব এক বিবৃতিতে প্রাচীন সভ্যতা ও ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করাকে হারাম বলে ফতোয়া জারি করেছেন।
তিনি আরও বলেন: পুরাকীর্তি ধ্বংস ও চোরাচালান এবং প্রাচীন সভ্যতা ও ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করাকে হারাম বলে ফতোয়া জারি করেছেন আল আজহারের শেখ।
এছাড়াও এ বিবৃতিতে তিনি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের হাত থেকে সিরিয়ার ‘তাডমোর’ শহরে ঐতিহাসিক নিদর্শন রক্ষার প্রতি আহ্বান জানান এবং এ ঐতিহাসিক শহর আইএসআইএলের নিয়ন্ত্রণে থাকার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
আহমেদ আল তৈয়ব আরও বলেন: আইএসআইএলের কবল থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক রক্ষ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
আজহারের শেখ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট আহ্বান জানিয়ে বলেন: ইরাক ও লিবিয়ায় যেভাবে আইএসআইএল প্রাচীন সভ্যতা ধ্বংস করেছে, সেভাবে সিরিয়ার ‘তাডমোর’ শহরে ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করার অনুমোদন যেন না দেয়।
বলাবাহুল্য, গত বৃহস্পতিবারে সিরিয়ার ‘তাডমোর’ শহরের একটি পুরাতত্ত্ব মিউজিয়াম হামলা চালিয়ে এ মিউজিয়ামে রক্ষিত অনেক ভাস্কর্য ধ্বংস করে।
এ ব্যাপারে ইউনেস্কোর মহাপরিচালক তাডমোর প্রাচীন শহর ধ্বংসের ব্যাপারে সতর্ক বানীতে বলেন: যদি এ প্রাচীন শহর পরিপূর্ণ ভাবে ধ্বংস হয়, তাহলে মানবতার জন্য অপরিশোধ যোগ্য ক্ষতি হবে।
3307792

captcha