IQNA

পরমাণু বৈঠকে দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে: সর্বোচ্চ নেতা

19:05 - May 27, 2015
সংবাদ: 3308615
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন- দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে পরমাণু আলোচনায় রাষ্ট্রীয় দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে। আজ (বুধবার) ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা বলেন-“পরমাণু ইস্যুতে প্রকাশ্যে যেসব ঘোষণা দিয়েছি সেটাই হলো রাষ্ট্রের অবস্থান। মৌখিক ও লিখিতভাবে কর্মকর্তাদেরকে এ অবস্থানের কথা জানানো হয়েছে।" ইরানের পরমাণু আলোচক দলের সদস্যদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আমাদের ভাইয়েরা পরমাণু ইস্যুতে কাজ করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলেই তারা এ ক্ষেত্রে ঘাম ঝরাচ্ছে। তবে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় অবস্থানে অটল থাকতে হবে।”
অভ্যন্তরীণ শক্তি ও সামর্থ্যকে কাজে লাগানোর ওপর জোর দিয়ে তিনি বলেছেন, সবার এটা বিশ্বাস করা উচিত যে জাতীয় সামর্থ্য ও সম্ভাবনাকে কাজে লাগানো হলে সহজেই পরমাণু সমস্যার সমাধান হবে। সূত্র: রেডিও তেহরান
3308409

captcha