IQNA

আইএসআইএল’র বোমা হামলায় ১৭ ইরাকি সেনা নিহত

23:48 - May 27, 2015
সংবাদ: 3308631
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠীর কয়েক দফা বোমা হামলায় অন্তত ১৭ জন সেনা নিহত হয়েছে। আনবার প্রদেশের রাজধানী রামাদি মুক্ত করার জন্য যখন ইরাকের সেনাবাহিনী প্রচেষ্টা জোরদার করেছে তখন এসব বোমা হামলা হলো।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মা’ন ইব্রাহিম আজ (বুধবার) সেনাদের মৃত্যুর কথা জানান। তিনি আরো জানান, আইএসআইএল সন্ত্রাসীদের কবলে থাকা ফালুজা শহরে গতকাল শেষ বেলায় এসব হামলা হয়েছে। এর আগে ইরাক সরকার ঘোষণা দিয়েছিল যে, আনবার প্রদেশের যেসব এলাকা সন্ত্রাসীদের দখলে রয়েছে সেব এলাকা মুক্ত করতে বিশাল আকারের সেনা অভিযান শুরু হয়েছে।
থারথার হ্রদ এবং ইউফ্রেটিস নদীর কাছে অবস্থান নেয়া ইরাকি সেনাদের ওপর সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। সন্ত্রাসীরা প্রচণ্ড রকমের ধূলিঝড়ের সুযোগ নিয়ে এ হামলা চালিয়েছে বলে মুখপাত্র জেনারেল ইব্রাহিম জানান। সূত্র: রেডিও তেহরান

captcha