IQNA

তাকফিরিদের ৪৬ হাজারের অধিক ওয়েবসাইট রয়েছে; আলজেরিয়ার ধর্ম মন্ত্রী

16:32 - May 29, 2015
সংবাদ: 3308832
আন্তর্জাতিক বিভাগ: আলজেরিয়ার ধর্ম মন্ত্রী জানিয়েছেন, আইএসআইএল সহ বিভিন্ন তাকফিরি গোষ্ঠীর প্রায় ৪৬ হাজার ওয়েবসাইট রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ায় ধর্মীয় মিডিয়া শিরোনামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ধর্ম মন্ত্রী মুহাম্মাদ ঈসা জানিয়েছেন: সর্বশেষ গবেষণায় দেখা গিয়েছে: তাকফিরিদের জিহাদী চিন্তা প্রচার করার জন্য প্রায় ৪৬ হাজার ওয়েবসাইট সক্রিয় রয়েছে।
তিনি আরও বলেন: এ সকল ওয়েবসাইট নিজেদের সদস্য বৃদ্ধি করার জন্য বিশেষ করে বিভিন্ন প্রচারণামূলক  তথ্য প্রচার করছে তাকফিরিরা।
মুহাম্মাদ ঈসা গুরুত্বারোপ করে বলেন: সন্ত্রাসীরা নিজেদের কর্ম তৎপরতা বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন এবং ইন্টারনেটে স্বাধীন ভাবে প্রচার করার দরুন তারা প্রতিনিয়ত আরও ভয়ঙ্কর হয়ে উঠছে।
তিনি আলজেরিয়ার জনগণদের সতর্ক করে বলেন: কিছু নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন: আলজেরিয়ার সরকারের পক্ষ থেকে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও দেশের উত্তর পশ্চিমাঞ্চল আল কায়েদার সদস্যরা নিজেদের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে।
বিদ্রোহীদের দেশের অভ্যন্তরে অনুপ্রবেশের বাধা সৃষ্টি করার জন্য বিগত কয়েক মাস যাবত লিবিয়া, মালি, নাইজার এবং তিউনিসিয়ার সাথে আলজেরিয়ার সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।
3308499

captcha