IQNA

তাজিকিস্তানে ইমাম খোমেনি (রহ.) এর কবিতা প্রকাশিত

20:26 - May 30, 2015
সংবাদ: 3309328
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে সপ্তাহিক ‘সাহিত্য ও শিল্প’ পত্রিকায় ইমাম খোমেনি (রহ.) কর্তৃক রচিত কবিতা ছাপা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা : ইমাম খোমেনি (রহ.) এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে তাঁর রচিত কিছু কবিতা তাজিকিস্তানের সাপ্তাহিক ‘সাহিত্য ও শিল্প’ পত্রিকার ২২তম সংখ্যায় প্রকাশিত হয়েছে। পত্রিকাটি তাজিকিস্তানের রাইটার্স ইউনিয়নের পক্ষ থেকে প্রকাশিত হয়।

উল্লেখ্য, তাজিকিস্তানের শীর্ষস্থানীয় কয়েকটি পত্রিকার অন্যতম এ সাপ্তাহিকী। ইমাম খোমেনি (রহ.) এর কবিতা গুচ্ছ পত্রিকাটির বিশেষ পাতায় ফার্সি অক্ষরে ছাপা হয়েছে।# 3309108

সূত্র : ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা

captcha