IQNA

পাশ্চাত্যে ইসলাম বিদ্বেষীদের প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করলেন আল-আজহারের শেখ

23:53 - May 30, 2015
সংবাদ: 3309340
আন্তর্জাতিক বিভাগ: আল-আজহারের শেখ আহমেদ আল তৈয়ব ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট পার্টির সভাপতি মারিন লু-পেনের সাথে এক সাক্ষাতকারে পাশ্চাত্যে ইসলাম বিদ্বেষীদের প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: আল-আজহারের শেখ আহমেদ আল তৈয়ব ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট পার্টির সভাপতি মারিন লু-পেনের সাথে এক সাক্ষাতকারে গুরুত্বারোপ করে বলেন: ইসলাম ধর্মে কোন প্রকার চরমপন্থি ও ধর্মোন্মত্তের অবস্থান নেই। অনেক মুসলমানেরাই মধ্যপন্থী এবং ইসলাম ধর্ম সম্পর্কে তাদের সঠিক ধারণা রয়েছে। তবে ইসলাম ধর্ম সম্পর্কে খারাপ ধারণা থাকার ফলে কিছু সংখ্যক ব্যক্তি চরমপন্থি হয়।
ইসলাম ধর্ম সম্পর্কে পাশ্চাত্যের খারাপ ধারণার ব্যাপারে আহমেদ আল তৈয়ব গুরুত্বারোপ করেন এবং ইসলাম ধর্ম সম্পর্কে ভালো ধারণা থাকার ফলে মারিন লু-পেনকে প্রশংসিত করেন।
আল আজহারের ইসলামিক সেন্টার এ সাক্ষাতকারে মারিন লু-পেন ইসলাম ধর্মের সঠিক ধারণ ফরাসি সমাজে প্রচলিত করার জন্য আল আজহারের শেখের প্রতি আহ্বান জানিয়েছেন।
3309283

captcha