IQNA

পাকিস্তানের কুয়েত্তা শহরে ‘জওশানে সাগীর’ দোয়ার অনুষ্ঠান

16:20 - May 31, 2015
সংবাদ: 3309762
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : মজলিশ-এ ওয়াহদাতে মুসলিমন-এ পাকিস্তানের উদ্যোগে ‘জওশানে সাগীর’ দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কুয়েত্তা শহরের হাজার হাজার নারী অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা : মজলিশ-এ ওয়াহদাতে মুসলিমন-এ পাকিস্তানের উদ্যোগে কুয়েত্তা শহরের ‘বেহেশতে যায়নাব’ এলাকায় হাজার হাজার নারীর অংশগ্রহণের মধ্য দিয়ে আধ্যাত্মিক এ দোয়ার আয়োজিত হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত আহলে বাইত (আ.) এর অনুসারীদের মর্যাদা বৃদ্ধি এবং ইসলামের শত্রুদের ধ্বংস কামনা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র কুরআন তেলাওয়াত ও জওশানে সাগীর দোয়া পাঠ করার পর কুয়েত্তা শহরের জুমআর খতিব হুজ্জাতুল ইসলাম সৈয়দ হাশেম মুসাভি কুয়েত্তা শহরের শিয়াদেরকে হত্যা এবং তাকফিরিদের বিষয়ে গৃহীত সরকারের পদক্ষেপের নিন্দা জানান। তিনি বলেন : এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে আহলে বাইত (আ.) এর অনুসারীরা পরাজিত হবে না। বরং শাহাদাত তাদের এরাদাকে আরো মজবুত করবে। এ দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মহান আল্লাহর উদ্দেশ্যে অশ্রু সজল নয়নে ইরাক, ইয়েমেন, সিরিয়া ও পাকিস্তানে আহলে বাইত (আ.) এর অনুসারীদের শত্রুদের ধ্বংসের জন্য দোয়া করেন।

3309106

captcha