IQNA

বাদশাহ আবদুল্লাহ এবং কাবা যিয়ারত + ছবি

22:07 - May 31, 2015
সংবাদ: 3309805
আন্তর্জাতিক বিভাগ: ইয়েমেনের জনগণের প্রতি নৃশংস ভাবে হত্যাকাণ্ড চালিয়ে বিশ্বের স্বাধীন মুসলমানের কাছে সৌদি আরবের বাদশাহ অপরাধী হিসেবে পরিচিতি লাভ করেছে। বাদশাহ আবদুল্লাহ গতরাতে কিছু সৌদি কর্তৃপক্ষের সাথে পবিত্র কাবা শরিফ যিয়ারত করেছেন।

বার্তা সংস্থা ইকনা: গতরাতে (৩০শে মে) সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ মসজিদুল হারাম যিয়ারত করার পর পবিত্র কাবা শরীফের ভিতরে প্রবেশ করেন।
ইয়েমেনে নিরপরাধ মানুষের হত্যার মূলে রয়েছে সৌদি বাদশাহ এবং যুবরাজ। বর্তমানে তারা নিজেদের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য পবিত্র কাবা শরিফ যিয়ারত করছেন।
3309614

captcha