বার্তা সংস্থা ইকনা: ইসলামাবাদের জিনেহ গবেষণা ইসন্টিটিউটের উদ্যোগে এ গবেষণা করা হয়েছে। এ গবেষণায় প্রকাশ করা হয়েছে: সন্ত্রাসীদের হাতে ২০১২ এবং ২০১৫ সালে সর্বাধিক শিয়া মুসলমান নিহত হয়েছে।
এ গবেষণা থেকে জানা যায়, পাকিস্তানে সন্ত্রাসীদের লক্ষবস্তু এবং বোমা বিস্ফোরণের ফলে বিগত ৩ বছরে প্রায় ১৯০০ শিয়া মুসলমান নিহত হয়েছে।
জিনেহ গবেষণা ইসন্টিটিউটের কর্তৃপক্ষ প্রেস টিবিতে এক সাক্ষাতকারে বলেন: শিয়া বিরোধী সহিংসতা বৃদ্ধির ফলে পাকিস্তানের বেশ কিছু শহর বিশেষ করে কোয়েটট, করাচী এবং সেদেশের উত্তরাঞ্চলে বসবাসকৃত শিয়া মুসলমানেরা দীর্ঘ দিন যাবত সংরূদ্ধ হয়ে আছে।
পাকিস্তানের ১৮ কোটি জনগণের মধ্যে এক তৃতীয়াংশই শিয়া মুসলমান।
এদিকে পাকিস্তানে আমেরিকার সন্ত্রাস বিরোধী অভিযানের ফলে সেদেশে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। ২০০১ সালে জঙ্গিদের হামলার ফলে সহস্রাধিক পাকিস্তানী নিহত হয়েছে হয়েছে এবং লক্ষাধিক পাকিস্তানী বাস্তুচ্যুত হয়েছে।
3311475