কুয়ালালামপুর থেকে ইকনা রিপোর্টার : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি মুহসেন হাজী হাসানি কারগার, মালয়েশিয়ার ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তেলাওয়াত বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন।
ইরানি প্রতিনিধি এ প্রতিযোগিতায় গত ১৩ই জুন তেলাওয়াত করেন।
তিনি ১৯৮৮ সালে ইরানের মাশহাদ নগরীতে জন্মগ্রহণ করেন। এরপূর্বে তিনি গতবছর ইরানের আওকাফ বিষয়ক বিভাগ কর্তৃক আয়োজিত ৩৬তম প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে ইরানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রেরিত হন। মালয়েশিয়া গমনের পূর্বে বিজয়ী এ ক্বারী বার্তা সংস্থা ইকনার কার্যালয়ে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সাক্ষাতকারও প্রদান করেছিলেন।#3314336