IQNA

সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০০টিরও অধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে

15:13 - June 16, 2015
সংবাদ: 3315205
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সচিবলায়, ৩৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ১০০টিরও অধিক দেশের নিকট আমন্ত্রণ পত্র পাঠিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের আন্তর্জাতিক এবং জাতীয় কুরআন প্রতিযোগিতা কমিটির সচিব মনসুর বিন মুহাম্মাদ আস-সামিহ’ এ ব্যাপারে বলেন: এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিনিধিবর্গের নাম পাঠানোর শেষ সময় পবিত্র রমজান মাসের শুরু অর্থাৎ ১৮ই জুন নির্ধারণ করা হয়েছে।
পবিত্র মুহররম মাসে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে তিনি বলেন: সৌদি আরবে আওকাফ এবং ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এবং এ মন্ত্রণালয়ের অধিভুক্ত ইসলামী কেন্দ্র ও আঞ্জুমানের পক্ষ থেকে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সচিবলায় ৩৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ১০০টিরও অধিক দেশের নিকট আমন্ত্রণ পত্র পাঠিয়েছে।
তিনি এ প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে বলেন: এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হাফেজদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা এবং কুরআন তেলাওয়াতের প্রতি নতুন প্রজন্মকে উৎসাহিত করা। এছাড়াও তিনি আরও বলেন: এ প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের বিশেষ পুরস্কার হিসেবে হজ্জ মৌসুমে হজ্জের জন্য আমন্ত্রণ জানানো হবে’।
সর্বশেষে মুহাম্মাদ আস-সামিহ বলেন: মসজিদুল হারামের মিলনায়তনে এক আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ করা হবে।
3314695
 

captcha