IQNA

সৌদি আরবের সমালোচনার জেরে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক গ্রেফতার

14:57 - June 20, 2015
সংবাদ: 3316446
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের নীতিমালার সমালোচনা এবং বক্তৃতা প্রদানের অভিযোগে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক যেইদ হামিদ’কে গ্রেফতার করেছে সৌদি সামরিক বাহিনী।

পাকিস্তানের উম্মত পত্রিকার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: পাকিস্তান এবং ইসলামী দেশ সমূহের মধ্যে সৌদি আরবের অন্যতম সমালোচক যেইদ যামান হামিদ। এ পর্যন্ত টেলিভিশনের অনেক অনুষ্ঠানে তিনি সৌদি আরবের নীতির ব্যাপারে সমালোচনা করেছেন।
এ ব্যাপারে সৌদি সামরিক বাহিনী জানিয়েছে: সৌদি আরবের সমালোচনা করার জন্য তার কোন অনুমোদন নেই। তার বক্তৃতা চলাকালীন সময় উপস্থিত এক দর্শক তার বিরুদ্ধে অভিযোগ করে। আর এ অভিযোগের সূত্র ধরে যেইদ যামান হামিদকে গ্রেফতার করা হয়।
অপর দিক থেকে, যেইদ যামান হামিদের জামিনের জন্য তার স্ত্রী অনেক চেষ্টা করে। তবে তার সকল চেষ্টা ব্যর্থ হয়। আর এ জন্য তিনি তার স্বামীকে ছাড়াই সৌদি আরব থেকে পাকিস্তানে একাই ফিরতে বাধ্য হন।
বলাবাহুল্য, ইয়েমেনে সৌদি আরবের হামলার ব্যাপারে যেইদ যামান হামিদ সমালোচনা করেন এবং তাদেরকে বিদ্রোহী হিসেবে অভিহিত করেন। এ যুদ্ধে পাকিস্তানের সহযোগিতার ব্যাপারে তিনি বিরোধিতা করেন।
3316130
 

captcha