IQNA

পবিত্র রমজান মাসে পাকিস্তানে যুবকদের জন্য কুরআন মাহফিল

16:31 - June 20, 2015
সংবাদ: 3316498
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাস উপলক্ষে পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় যুবকদের জন্য তাফসির এবং তাদাব্বুর সহকারে কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন মাহফিল কোয়েটার আলামদার রোডের ‘খাতামুল আম্বিয়া’ মসজিদে অনুষ্ঠিত হচ্ছে এবং পাকিস্তানের বিশিষ্ট ক্বারিগণ এ মাহফিলে কুরআন তেলাওয়াত করছেন।
পবিত্র কুরআনের আয়ত তেলাওয়াত করার পর উপস্থিত শ্রোতাদের জন্য উক্ত আয়াত সম্পর্কে ব্যাখ্যা প্রদান করছে সেদেশের বিশিষ্ট কুরআনিক শিক্ষকগণ।
উক্ত কুরআন মাহফিল পবিত্র রমজান মাসের প্রতিদিন ২১টায় শুরু হচ্ছে এবং মাহফিলের শেষে উপস্থিত শ্রোতাদের জন্য পবিত্র কুরআনের আলোকে বিশেষ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় উত্তীর্ণদের নগদ অর্থ সহ মূল্যবান পুরস্কার বিতরণ করা হচ্ছে।
3316106
 

captcha