IQNA

পরমাণু আলোচনা সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে: ড. রুহানি

19:27 - June 22, 2015
সংবাদ: 3317482
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু আলোচনা সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

বার্তা সংস্থা ইকনা: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, “পরমাণু আলোচনার সঙ্গে পুরো দেশ জড়িত এবং আশা করি আমরা জাতীয় সংসদের সহযোগিতায় গ্রহণযোগ্য ও প্রতিশ্রুতিশীল ফলাফলের একটি চুক্তিতে পৌঁছাতে পারব আমরা যাতে দেশের অধিকার ও স্বার্থ রক্ষিত হয়।” রাজধানী তেহরানে গতকাল (রোববার) মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের এক যৌথ বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, তেহরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার চলমান আলোচনা হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংলাপ।
প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, পরমাণু আলোচনা সবসময় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নির্দেশনা মোতাবেক সংবিধান ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পরামর্শ অনুসারে চলেছে।
বৈঠকে পরমাণু আলোচক দলের প্রতি জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি সর্বাত্মক সমর্থনের কথা ঘোষণা করেন। তিনি আশা করেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠী একটি সঠিক ফলাফল বের করে আনতে সক্ষম হবে। সূত্র: রেডিও তেহরান
3317055
 

captcha