বার্তা সংস্থা ইকনা: ওবামার পক্ষ থেকে অনুষ্ঠিত এ ইফতার পার্টিতে ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিমণ্ডলির উদ্দেশ্যে বারাক ওবামা বলেন: “পবিত্র কুরআন আমাদেরকে পৃথিবীর বুকে নম্র ভাবে চলার শিক্ষা দিয়েছে”।
তার সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন: আমাদের ধর্ম যাই হোক না কেন, আমরা সকলে একই পরিবারের সদস্য।
এ ইফতার পার্টিতে ওবামা একদল মুসলিম অধিকারকর্মীর সঙ্গে পরিচিত হন যাঁদের মধ্যে আলোচিত মুসলিম নারী সামান্থা ইলাউফ। স্কার্ফ পরার কারণে কাপড়ের দোকানের বিক্রয়ের একটি চাকরি থেকে বিমুখ হন ওকলাহোমার এই নারী । পরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সামান্থা হিজাব ও স্কার্ফ পরার পক্ষে রায় দেন।
তিনি আমেরিকার ‘Abrkrvmby’ নামক পোশাকের দোকান চাকরি করত। হিজাব করার ফলে তাকে ঐ দোকান থেকে বহিষ্কার করা হয়। তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সামান্থার হিজাব ও স্কার্ফ পরার পক্ষে রায় দেন।
ওবামা আরও বলেন: একসাথে আমরা সকল অজ্ঞতা ও কুসংস্কারকে পরাক্রান্ত করতে পারব।
তিনি বলেন: ধর্মের কারণে কারো অত্যাচারের স্বীকার যাতে না হতে হয় সে জন্য আমরা গুরুত্বারোপ করছি।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট "বিল ক্লিনটন" হোয়াইট হাউসে সর্বপ্রথম ইফতার পার্টির আয়োজন করেন। এবং "জর্জ বুশ"ও এ ধারা বহল রাখেন।
ওবামা তৃতীয় প্রেসিডেন্ট যিনি প্রতি বছর যুক্তরাষ্ট্রের রাজধানীতে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ইফতার পার্টির আয়োজন করে আসছেন।
ইফতারে অংশ নেন ইন্ডিয়ানা, ইলিনয় ও মিনেসোটার তিন কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন, রিচার্ড ডারবিন ও কিথ এলিসন। এছাড়াও বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনসহ ৪২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতরা উক্ত ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।
3317830