বার্তা সংস্থা ইকনা: দুবাই’য়ের কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বারে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ‘দুবাই পুরস্কার’ শুধুমাত্র হেফজ বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরান হতে কুরআনের হাফেজ ‘মুহাম্মাদ হুসাইন বেহযাদ ফার’ অংশগ্রহণ করেছে।
২৪শে জুন অনুষ্ঠানের প্রথম দিনে ইন্দোনেশিয়া হতে আব্দুর রহমান জুনী, সুদান হতে আল ফাতেহ মুফাজ্জেলুর রহিমা, ওমান হতে লেইছ বিন ইসহাক আলকান্দি, আইভরি কোস্ট হতে সানজার খালিদ, তাজিকিস্তান হতে সেইফুল্লাহ খালিতুফ, বুর্কিনাফাসো হতে আছারা সারিকী একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেন।
উক্ত প্রতিযোগিতার আয়োজন কমিটির প্রধান ইব্রাহিম বুমালহে বলেন: এ প্রতিযোগিতার বিচারকগণ ইলেকট্রনিক পন্থায় নিজেদের রায় প্রদান করবেন। এ প্রতিযোগিতার প্রথম বারের মত ইলেকট্রনিক পন্থায় রায় প্রদান করা হচ্ছে।
ইরানি প্রতিনিধি সম্পূর্ণ কুরআনের হাফেজ মুহাম্মাদ হুসাইন বেহযাদ ফার ২০০০ সালে সেদেশের রাজধানী তেহরানে জন্মগ্রহণ করেন। গতবছর ইরানে অনুষ্ঠিত ৩৬তম জাতীয় কুরআন প্রতিযোগিতা প্রথম স্থানের অধিকারী হন তিনি। আর একারণেই তাকে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ‘দুবাই পুরস্কারে’ অংশগ্রহণ করার জন্য নির্বাচন করা হয়েছে।
3318050