IQNA

আলজেরিয়ায় ২০শে রমজান থেকে ১২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হবে

19:04 - June 28, 2015
সংবাদ: 3320676
আন্তর্জাতিক বিভাগ: আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ২০শে রমজান হতে হেফজ, তাফসির এবং তাজবিদের আলোকে ১২ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: আলজিয়ার্সে হেফজ, তাফসির এবং তাজবিদের আলোকে ১২ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০শে রমজানে শুরু হবে এবং একাধারে ২৬শে রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আলজেরিয়ার ধর্ম মন্ত্রণালয় বিশ্বের ৬৬টি দেশের নিকট আমন্ত্রণ পত্র পাঠিয়েছে।
ধর্ম মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন ইসলামী দেশ সহকারে কিছু অ-ইসলামী দেশ তথা রাশিয়, কানাডা, ভরত এবং ফিলিপাইনে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে।
এ প্রতিযোগিতায় হেফজ বিভাগে ইরানের মোহাম্মাদ খাকপুর অংশগ্রহণ করবেন। ইরানের জাতীয় কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে খাকপুর দ্বিতীয় স্থান লাভ করে।
ইরানের পবিত্র নগরী মাশহাদের এ প্রতিযোগী ২০১৩ সালে জর্ডানে অন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
3320109
 

captcha