বার্তা সংস্থা ইকনা: কুরআন শরীফের পবিত্রতা বজায় রাখার জন্য পাকিস্তানের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বাসগৃহ থেকে প্রাচীন জীর্ণ কুরআন সংগ্রহ করে এ কেন্দ্রে রক্ষণাবেক্ষণ করা হয়।
পাকিস্তানের কোয়েটা শহরের ‘হাজীউল্লাহ নুর’ নামাজ এক দাতার পক্ষ থেকে প্রাচীন জীর্ণ কুরআন শরিফের পাণ্ডুলিপি সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা হয়। এ পরিকল্পনা ১৯৯২ সালে কোয়েটা এবং বেলুচিস্তান প্রদেশে বাস্তবায়ন করা হয়।
সংগৃহীত প্রাচীন জীর্ণ কুরআন শরিফগুলো ১৬ হেক্টর আয়তনে ‘জাবাল নুরুল কুরআন’ নামক এক গুহায় রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।
এ পবিত্র গুহার কর্তৃপক্ষ জানিয়েছেন, পাকিস্তানের বিভিন্ন শহর থেকে বিগত ২৩ বছরে ৯০ লাখ প্রাচীন জীর্ণ কুরআন সংগ্রহ করা হয়েছে।
এ গুহার আপর এক কর্তৃপক্ষ সেদেশের এক টিভি সাক্ষাৎকারে বলেন: প্রাচীন জীর্ণ কুরআন শরীফ গুলো সংগ্রহ করার পর বিশেষজ্ঞরা এ কুরআন শরিফগুলো পর্যবেক্ষণ করেন এবং অর্ধ জীর্ণ কুরআন শরিফগুলো বাধায় করে দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়।
তিনি আরও বলেন: এ গুহায় ৩৫০ বছরের অধিক পুরাতন কুরআন রক্ষিত আছে।
এছাড়াও এ গুহায় ইবাদতের জন্য বিশেষ কক্ষ নির্মাণ করা হয়েছে। যাতে করে দর্শনার্থীরা (বিশেষ করে রমজান মাসে) এ কুরআন শরিফ গুলো পরিদর্শন করতে এসে এ পবিত্র স্থানে নামাজ আদায় করতে পারেন।
3320286