IQNA

আজই চূড়ান্ত চুক্তির সময়সীমা শেষ: দু পক্ষই আশাবাদী

23:47 - June 30, 2015
সংবাদ: 3321655
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে আজই চূড়ান্ত চুক্তি সইয়ের সময়সীমা শেষ হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: দু পক্ষের কূটনীতিকরা আশা করছেন- সংবেদনশীল আলোচনা শেষে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। অবশ্য, সময়সীমা বাড়ানোর বিষয়ে গণমাধ্যমে কয়েকদিন ধরে নানা জল্পনা চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ইঙ্গিত পাওয়া যায় নি।
চুক্তির বিষয়ে শেষ মুহূর্তের পরামর্শের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে রোববার দেশে ফিরে আসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। পরামর্শ শেষে তিনি আজ (মঙ্গলবার) ভিয়েনায় ফিরে গেছেন। তার সঙ্গে রয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এবং ইরানি প্রেসিডেন্টের পরমাণু বিষয়ক বিশেষ সহকারী হোসেইন ফেরেই্দুন।
ভিয়েনা ফিরে জাওয়াদ জারিফ সাংবাদিকদের বলেছেন, “আলোচনায় ইরানের পক্ষ থেকে পরিপূর্ণ রাজনৈতিক সদিচ্ছা রয়েছে এবং আমি বিশ্বাস করি আলোচনার অন্যপক্ষ মেনে নিয়েছে যে, একমাত্র ভারসাম্যপূর্ণ ও সাম্মানজনক চুক্তিই টেকসই হবে। এর বাইরে ইরানের জনগণ অন্য কিছু মানবে না।” ভিয়েনায় পৌঁছে জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিরর সঙ্গে বৈঠক করেছন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্র: রেডিও তেহরান
3321582
 

captcha