বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সেমিনার পবিত্র কুরআনের নাযিলের মাস এবং ইমাম হাসান মুজতাবা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে কোয়েটায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে প্রাদেশিক সংসদ সদস্য, শিয়া ও সুন্নি মাজহাবের বিভিন্ন গ্রুপ এবং বেলুচিস্তান প্রদেশের একাডেমিক পণ্ডিতগণ উপস্থিত ছিলেন।
পাকিস্তানের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আমানুল্লাহ শাদীজীয়ি বর্তমান ইসলামি বিশ্বের সমস্যা এবং ধর্মীয় ওলামাদের বিভিন্ন সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন: বর্তমানে ওহীর দেশ সৌদি আরব হতে অনৈক্যের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ইসলামী বিশ্ব অনৈক্যের আগুনে জ্বলছে। অথচ দখলদার ইসরাইল সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে রয়েছে।
শাদীজীয়ি মুসলমানদের মধ্যকার বিভেদকে অতি ভয়ঙ্কর হিসেবে অভিহিত করেছেন এবং ওলামাদের নিকট এ সমস্যা সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন।
এছাড়াও এ সেমিনারে বেলুচিস্তানের জামায়াতে ইসলামীর নেতা আবদুল মাতিন আখাওয়ান্দ যাদে, পাকিস্তানের ইসলামী উন্নয়ন প্রেসিডেন্ট ও মুসলিম ঐক্য পরিষদের প্রতিনিধি মাকসুদ আলী দুমাকী, কোয়েটায় অবস্থিত ইরানের কনসাল জেনারেল সাইয়্যেদ হাসান ইয়াইয়ুভী, কোয়েটায় অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের কর্মকর্তা আবুল ফাজল হুসাইনি বক্তৃতা পেশ করেন।
সেমিনারের শেষে শিয়া ও সুন্নি মাজাহাবের ওলামাগণ একসাথে মাগরিবের নামাজ আদায় করেন। এ নামাজের ইমামতি করেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং আহলে সুন্নতের জুম্মার খতিব আতা আর রহমান। নামাজ শেষে উপস্থিত সকলকে ইফতার প্রদান করা হয়।
3322778