IQNA

১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চিত্র প্রতিবেদন

17:10 - July 05, 2015
সংবাদ: 3323691
আন্তর্জাতিক বিভাগ: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে বিশ্বের ৮০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে দুবাই পুরস্কার শিরোনামে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: এ প্রতিযোগিতা কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বার অফ দুবাইয়ে  অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় সকল প্রতিযোগিতা কুরআন হেফজের আলোকে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছেন। ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইসলামি প্রজাতন্ত্র ইরানি প্রতিনিধি হিসেবে মুহাম্মাদ হুসাইন বেহযাদফার উপস্থিত রয়েছেন।
3323540


ইসলামি প্রজাতন্ত্র ইরানি প্রতিনিধি মুহাম্মাদ হুসাইন বেহযাদফার।

captcha