IQNA

পবিত্র রমজান মাস উপলক্ষে ভারতে কুরআন প্রদর্শনী

17:35 - July 05, 2015
সংবাদ: 3323695
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাস উপলক্ষে ভারতের উত্তরাঞ্চলীয় দাহরাদুন শহরের ‘তাসমিয়া’ নামক কুরআনিক গ্রন্থাগারে হস্তলিখিত কুরআন শরিফের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: ভারতের উত্তরাখণ্ড প্রদেশের দাহরাদুন শহরে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এ প্রদর্শনী অনুষ্ঠান উক্ত প্রদেশের মুখ্যমন্ত্রী হ্যারিস রবার্ট উপস্থিত ছিলেন এবং তিনি এ কুরআন প্রদর্শনী প্রদর্শন করে তাসমিয়া গ্রন্থাগারকে প্রশংসিত করেছেন।
তিনি বলেন: এ সকল ঐতিহাসিক পবিত্র কুরআনের পাণ্ডুলিপি অধ্যয়ন করার জন্য তাসমিয়া গ্রন্থাগার একটি উত্তম স্থান।
এ প্রদর্শনীতে মেষচর্মে লিখিত বহু হস্ত লিখিত কুরআন শরিফ এবং ব্রেইল বর্ণমালায় কুরআন শরিফ দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।
এছাড়াও এ প্রদর্শনীতে ক্ষুদ্র সংস্করণ কাজে সুসজ্জিত মুল্যবান কুরআন শরিফ দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।
3323590

captcha