IQNA

পাকিস্তানে যথাযথ মর্যাদায় পালিত হল লাইলাতুল ক্বাদর

16:35 - July 06, 2015
সংবাদ: 3324154
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র লাইলাতুল ক্বাদর এবং প্রথম ইমাম হযরত আমিরুল মুমিনীন আলী (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মত পাকিস্তানের বিভিন্ন শহরের মসজিদ ও হোসাইনিয়াতে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এ রজনী পালিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র লাইলাতুল ক্বাদর এবং ইমাম আলী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানের মসজিদ সমূহ পরিপূর্ণ ছিল এবং এ রাত্রে সকলে রাত্রি জাগরণ করে বিভিন্ন ধর্মীয় আমলের মাধ্যমে অতিবাহিত করেছে।
পাকিস্তানের অন্যান্য শহরের মত কোয়েতা’য় মুসলমানেরাও এ রজনী উপলক্ষে বিশেষ আয়োজন করেছে। লাইলাতুল ক্বাদর এবং ইমাম আলী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোয়েটার ‘পাঞ্জাবী’ হোসাইনিয়াতে ২১টা থেকে এ রজনীর আমল শুরু হয়। এ অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আলি কাসুর খালিক বক্তৃতা পেশ করেন।
পবিত্র রমজান মাসের শেষ দশ দিনের যেকোনো এক বিজোড় রাত্রি হচ্ছে লাইলাতুল ক্বাদর। আর এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আগামী ২১ এবং ২৩ শে রমজানে এ রাত্রের আমলের মাধ্যমে মুসলমানেরা রাত্রি জাগরণ করবে।
3323772

captcha