বার্তা সংস্থা ইকনা: উক্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সেদেশের প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফালিকা’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। আলজেরিয়ার ধর্ম মন্ত্রী মোহাম্মাদ ইসা বলেন: হেফজ এবং তেলাওয়াতের আলোকে ১২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা এক সপ্তাহ ব্যাপী অব্যাহত থাকবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আরবি ও ইসলামী দেশ ছাড়াও ইউরোপের সংখ্যালঘু মুসলিম এবং আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণ পত্র পাঠানোর পর ৪৯টি দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে। আলজেরিয়া সহ মোট ৫০ দেশের প্রতিনিধি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
তিনি বলেন: হেফজ ও তেলাওয়াত বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে উত্তীর্ণদের আলজেরিয়ায় প্রেসিডেন্টের উপস্থিতিতে ২৭শে রমজান পুরস্কার অনুদান করা হবে।
মোহাম্মাদ ইসা বলেন: চলতি বছর এ প্রতিযোগিতায় হেফজ বিভাগে ১৫ বছরের নীচে প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করবে। শীর্ষ স্থানে উত্তীর্ণ তিন জনকে রাষ্ট্রপতির স্বাক্ষর করা বিশেষে পুরস্কার অনুদান করা হবে।
এ প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে কুরআনের হাফেজ ‘মুহাম্মাদ খাকপুর’ অংশগ্রহণ করবেন। গত বছর ইরানের জাতীয় কুরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থানের অধিকারী হন।
3323793