বার্তা সংস্থা ইকনা: ‘পবিত্র কুরআন আমার উপহার’ প্রকল্পের মাধ্যমে ওয়াকফ অধিদপ্তরের সহায়তায় তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের অভ্যন্তরে এবং বিশ্বের বিভিন্ন দেশে দশ লাখ কুরআন শরিফের পাণ্ডুলিপি বিতরণ করা হবে।
তুরস্কের ধর্ম বিষয়ক কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল বিলাক আগলু বলেন: উক্ত কুরআন শরিফের পাণ্ডুলিপি সমূহ তুরস্ক সহকারে বলকানের অন্তর্গত দেশ, ককেশাস, পূর্ব এশিয়ার দেশসমূহ, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকায় বিতরণ করা হবে।
তিনি বলেন: সম্প্রতি বেশ কিছু দেশে কুরআন শরিফের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তুরস্কের বিভিন্ন স্কুল, হাসপাতাল, জেলখানা, বিভিন্ন কুরআনিক প্রতিষ্ঠান, ধর্মপ্রচারক ট্রেনিং সেন্টার, মসজিদের ইমামগণ পবিত্র কুরআনের অনুবাদ সহ কুরআন শরিফের জন্য আহ্বান জানিয়েছেন।
ইসমাইল বলেন: প্রথম পর্যায়ে ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং স্প্যানিশ ভাষয় অনুবাদকৃত কুরআন শরিফ বিতরণ করা হবে এবং এর পর চাহিদা অনুযায়ী অন্যান্য ভাষায় অনুবাদকৃত কুরআন শরিফ বিতরণ করা হবে।
তিনি আরও বলেন: বিভিন্ন দেশে দশ লাখ কুরআন প্রেরণ করতে অর্থের প্রয়োজন হতে পারে। যে সকল ব্যক্তি এ প্রকল্প বাস্তবায়নের জন্য সাহায্য করতে আগ্রহী তারা ব্যাংকের হিসাবে অর্থ প্রেরণ করতে পরেন।
3323981