বার্তা সংস্থা ইকনা: দুবাই পুরস্কার শিরোনামে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান দুবাই সংস্কৃতি ও বিজ্ঞান আঞ্জুমানের মিলনায়তনে স্থানীয় সময় ২১টা শুরু হবে।
এ প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারীকে পুরস্কার হিসেবে পর্যায়ক্রমে আড়াই লাখ দিরহাম, দেড় লাখ দিরহাম এবং এক লাখ দিরহাম অনুদান করা হবে।
এছাড়াও দুবাই পুরস্কার শিরোনামে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সকল দেশের প্রতিনিধিদের ৩০ হাজার দিরহাম অনুদান করা হবে।
১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় আমিরাতের কুরআনের কর্মী ‘ফাতিমা বিনতে মুবারক’ ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকে দশ লাখ দিরহাম অনুদান করা হবে।
১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৪শে জুনে বিশ্বের ৮০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে শুরু হয়েছে। এ প্রতিযোগিতা ৪র্থ জুলাই শেষ হয়।
এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি মুহাম্মাদ যাকারিয়া অংশগ্রহণ করেন। তিনি ৭৯টি দেশকে পিছিয়ে রেখে শীর্ষ স্থানের অধিকার অর্জন করেন।
এছাড়াও এ প্রতিযোগিতায় মৌরিতিনিয়া এবং ইরানের প্রতিনিধি পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিকারী হন।
3325541