IQNA

ভিয়েনা ইসলামিক সেন্টারে কুরআন প্রতিযোগিতার আয়োজন

15:09 - July 08, 2015
সংবাদ: 3325849
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাস উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টারে ১৪ই জুলাই কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতা পবিত্র কুরআনের এক পারা হেফজ, আযান, মাফাহিমে কুরআন এবং নাসিমে হায়াত তাফসির গ্রন্থ হতে সূরা ইয়াসিনের তাফসির আলোকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় সকল আগ্রহী ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে।
অস্ট্রিয়ার অধিবাসীগণ সূরা ইয়াসিনের তাফসিরের গ্রন্থ সংগ্রহ এবং নিজেদের নাম নিবন্ধনের জন্য ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের নারী এসোসিয়েশনে যোগাযোগ করতে পারেন।
3325566

captcha