বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতা পবিত্র কুরআনের এক পারা হেফজ, আযান, মাফাহিমে কুরআন এবং নাসিমে হায়াত তাফসির গ্রন্থ হতে সূরা ইয়াসিনের তাফসির আলোকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় সকল আগ্রহী ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে।
অস্ট্রিয়ার অধিবাসীগণ সূরা ইয়াসিনের তাফসিরের গ্রন্থ সংগ্রহ এবং নিজেদের নাম নিবন্ধনের জন্য ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের নারী এসোসিয়েশনে যোগাযোগ করতে পারেন।
3325566