IQNA

ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে;

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে হযরত আলী (আ.)এর শাহাদাত বার্ষিকী শোকানুষ্ঠান

18:34 - July 08, 2015
সংবাদ: 3325875
আন্তর্জাতিক বিভাগ: আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ খমেনেয়ীর উপস্থিতিতে শোক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ খমেনেয়ী এবং সমাজের বিভিন্ন শ্রেণীর জনগণের উপস্থিতিতে শোক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোক মাহফিল আজ (৮ম জুলাই) যোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে।

3325861

 

captcha