বার্তা সংস্থা ইকনা: লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, জায়নবাদীরেদ হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য একমাত্র ইরানই ভরসা। তিনি বলেন, কেউ যদি বলে আমি ফিলিস্তিনের সাথে আছি তাহলে তাকে অবশ্যই ইরানের পাশে থাকতে হবে।
শুক্রবার কুদস দিবস উপলক্ষে বক্তৃতায় লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, ইমাম খোমিনী(রহ.) রমজান মাসের শেষ শুক্রবারকে এজন্য বিশ্ব কুদস দিবস ঘোষণা করেছিলেন যেন বায়তুল মুকাদ্দেস সবার প্রাণের সাথে গেঁথে থাকে। আর যত দিন যাচ্ছে বিষয়টি ততই স্পষ্ট হচ্ছে।
তিনি বলেন: বর্তমানে অনেক সমস্যা এবং প্রতিকুলতা থাকা সত্ত্বেও বিশ্বের কোটি কোটি মানুষ ইমাম খোমিনীর(রহ.) আহ্বানে সাড়া দিয়ে বিশ্ব কুদস দিবস পালন করছেন।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও ইয়েমেন, সিরিয়া এবং বাহরাইনের জনগণ বিশ্ব কুদস দিবস পালন করেছেন এর জন্য আমি তাদের প্রতি সেলুট করি।
তিনি বলেন: সৌদি আরবকে উসকানি দিয়ে ইসরাইলই সিরিয়া, বাহরাইন, ইয়েমেন এবং ইরাকে মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বাধিয়েছে।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, আজ সমস্ত আরব দেশগুলো ইসরাইলের সমর্থন করছে। আর একমাত্র ইরানই ইসলাইলের বিরুদ্ধে দাড়িয়ে আছে এবং ফিলিস্তিনের পক্ষে কাজ করছে।
তিনি বলেন: সৌদি আরব যে শয়তানী গাছে চড়ে বসেছে তাকে সেই গাছ থেকে নেমে আসতে হবে।
3326304