বার্তা সংস্থা ইকনা: তুরস্কের হায়রাত নামক মানবিক সাহায্য কমিউনিটির পরিচালক ‘হাকা অকুঘুল’ সুদানে অনুষ্ঠানে এক বৈঠকে বলেন: এ পর্যন্ত তুরস্কে পবিত্র কুরআন শরিফের ৫০ হাজার পাণ্ডুলিপি প্রিন্ট করা হয়েছে এবং এ সকল কুরআন শরিফ সুদানে পৌঁছেছে। এরমধ্যে কিছু অংশ সুদানে বিতরণ করা হবে এবং বাকী অংশ আফ্রিকার বিভিন্ন দেশে বিতরণ করা হয়েছে।
তিনি বলেন: আগামী তিন বছরের মধ্যে বাকী কুরআন শরিফ আফ্রিকার বিভিন্ন দেশে বিতরণ করা হবে।
সম্প্রতি তুরস্কের দাতব্য প্রতিষ্ঠানে সহযোগিতায় তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দশ লাখ কুরআন শরিফ বিতরণের খবর জানিয়েছে সেদেশের ধর্ম মন্ত্রাণালয়।
‘আমার হাদিয়া কুরআন হউক’ শিরোনামে তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দশ লাখ কুরআন শরিফ বিতরণ করবে তুরস্কের দাতব্য প্রতিষ্ঠান।
3327374