IQNA

প্রেসিডেন্ট এবং আলোচক টিমের প্রতি রাহবারের ধন্যবাদ জ্ঞাপন

16:10 - July 16, 2015
সংবাদ: 3328808
আন্তর্জাতিক বিভাগ: পরমাণু আলোচক দলকে ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী ধন্যবাদ জানিয়ে বলেছেন, “তারা এ বিষয়ে অনেক পরিশ্রম করেছেন।” পরমাণু আলোচনা এবং চুক্তিকে তিনি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে মন্তব্য করেন।

বার্তা সংস্থা ইকনা: ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সব সদস্যকে বিশ্বাস করা যায় না। এসব দেশ সম্প্রতি যে চুক্তি হয়েছে তা লঙ্ঘন করে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে তিনি ইরানের সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু চুক্তির ফলাফল নিয়ে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির লেখা এক চিঠির জবাবে ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী এসব কথা বলেছেন।
চুক্তি অনুমোদনের আগে সমস্ত খুঁটিনাটি বিষয় সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্য পক্ষকে কোনোভাবেই চুক্তি লঙ্ঘনের সুযোগ দেয়া যাবে না।
মহামান্য রাহবার আরো বলেন, আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে, চুক্তির অন্য পক্ষের কোন কোন দেশকে আদৌ বিশ্বাস করা যায় না।
ইসলামী বিপ্লবের মহামান্য রাহবারকে লেখা চিঠিতে প্রেসিডেন্ট হাসান রুহানি ইরানের কূটনৈতিক সাফল্যের জন্য রাহবারের দিক নির্দেশনার প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, এ বিজয় অর্জন তখনই সম্ভব হয়েছে যখন বড় শক্তিগুলো দেখেছে যে, নিষেধাজ্ঞা দিয়ে তেহরানের পরমাণু প্রকল্প বাধাগ্রস্ত করা যাবে না। শাবিস্তান
3328714
 

captcha