IQNA

ঈদুল ফিতরে দিনে আনন্দ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আইএসআইএল

23:54 - July 17, 2015
সংবাদ: 3329004
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মসুলে সকল প্রকার উৎসব মাহফিল উদযাপনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠ আইএসআইএল।

বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠ আইএসআইএল এক নির্দেশ জারি করে ঘোষণা করেছে: ঈদের ছুটিতে আনন্দ করার কোন অধিকার মসুল বাসীর নেই এবং কোন প্রকার উৎসব মহফিলের আয়োজনও করতে পারবে না। এছাড়াও যারা কবর যিয়ারতের জন্য কবরস্থানে যাবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইরাকে কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টির ১৪ শাখা কর্মকর্তা এসমত রজব এ ব্যাপারে বলেন: ঈদুল ফিতর উপলক্ষে মসুল বাসীর জন্য সকল প্রকার আনন্দ ও উৎসব পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আইএসআইএল। এছাড়াও যারা কবর যিয়ারতের জন্য কবরস্থানে যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইরাকের উত্তরাঞ্চলীয় এ শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহও সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নিয়ন্ত্রণ করছে এবং এ সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য বিদেশী নাম নির্বাচনে বাধা সৃষ্টি করছে। তারা বলছে, এ সকল প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র আরবি নাম নির্বাচন করতে হবে।
সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের নিয়ন্ত্রিত শহরগুলোর মধ্যে ইরাকের মুসল শহরটি সর্ববৃহৎ শহর। এ শহরে প্রায় বিশ লাখ অধিবাসী বসবাস করছে।
3328913

captcha