IQNA

যথাযোগ্য মর্যাদায় বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর + ছবি

14:23 - July 18, 2015
সংবাদ: 3329102
আন্তর্জাতিক বিভাগ: বাংলাদেশ ও ইরান সহকারে বিশ্বের বিভিন্ন আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। এছাড়াও অধিকাংশ আরবি ও ইসলামী দেশে গতকাল পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: "ওয়াশিংটন পোস্ট" সংবাদপত্র আজ “পবিত্র ঈদুল ফিতরের দশটি সুন্দর চিত্র” শিরোনামে কিছু ছবি পোষ্ট করেছে।
ফিলিস্তিনের জেরুজালেমে ঈদের উৎসব পালিত


আফগানিস্তানের কয়েক জন যুবক পার্কে ঈদের উৎসব পালন করছে


সিরিয়ার উদ্বাস্তু শিশুদের ঈদ উৎসব


ফিলিস্তিনের গাজার শিশুদের ঈদ উৎসব


রোমানিয়ার রাজধানী বুখারেস্টের এক শিশু ঈদের নামাজের পূর্বে বেলুন নিয়ে খেলা করছে


নিউইয়র্কে পবিত্র ঈদুল ফিরতের নামাজ


কেনিয়ার নাইরোবিতে ঈদের নামাজে নারীদের অংশগ্রহণ


কসোভো’য় ঈদের নামাজে তিন শিশু


ঈদের দিনে নাইজেরিয়ার মুসলিম পরিবার


ইতালির তুরিন শহরে সালভিজ অঞ্চলে পবিত্র ঈদ

উপলক্ষে নারীরা একে অপরকে অভিনন্দন জানাচ্ছে


3329062

captcha