বার্তা সংস্থা ইকনা: বার্মিংহামের ‘সামাল হিছ’ পার্কে ৬০ হাজার মুসলমানের উপস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। বিগত তিন বছর যাবত এ পার্কে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হচ্ছে।
তিন বছর পূর্বে এ পার্কে কয়েক হাজার মুসলমানের উপস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয় এবং দ্বিতীয় বছরে ৪৪ হাজার মুসলমান এবং এ বছরে প্রায় ৬০ হাজার মুসলমানের উপস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
ব্রিটেনে দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। ইউরোপের পশ্চিমাঞ্চলে এ দেশে প্রায় ৩০ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছে ২০৫০ সালের মধ্যে সেদেশের অধিকাংশ জনগণই ইসলাম ধর্মের অনুসারী হবে।
3329066