IQNA

‘সাম্প্রদায়িক ও গোত্রীয় যুদ্ধ ইসরাইলের স্বার্থ রক্ষা করছে’

23:49 - July 18, 2015
সংবাদ: 3329120
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাপিয়ে দেয়া সাম্প্রদায়িক ও গোত্রীয় যুদ্ধ ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করছে। কারণ, এসব যুদ্ধ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের পাশবিকতা থেকে মুসলিম বিশ্বের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ (শনিবার) ইরানের সিনিয়র কর্মকর্তা এবং তেহরানে নিযুক্ত মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, মুসলিম উম্মাহ যদি তাদের অভিন্ন বিষয়গুলোর ওপর নির্ভর করে ঐক্যবদ্ধ হতো তাহলে তারা আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হতে পারত। কিন্তু বড় শক্তিগুলো নিজেদের স্বার্থ এবং ইহুদিবাদী সরকারের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে মুসলমানদের মধ্যে বিভেদ চাপিয়ে দিয়েছে। এ অবস্থায় মুসলিম উম্মাহর স্বার্থে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সর্বোচ্চ নেতা বলেন, মুসলিম দেশগুলোর কিছু অযোগ্য ও অপদার্থ নেতা অবৈধ ইসরাইল সরকারকে সমর্থন করছে। এসব নেতা ও কর্মকর্তার সহযোগিতায় দাম্ভিক শক্তিগুলো আল-কায়েদা ও আইএসআইএলের মতো বর্বর সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে। তিনি আরো বলেন, আমেরিকার রাজনীতিবিদরা পুরোপুরি অসৎ ও ভণ্ড বলে ইরান কখনোই মার্কিন সরকারকে বিশ্বাস করবে না।
ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বিরোধী মার্কিন জোটের বিমান হামলাকে তিনি লোক দেখানো উল্লেখ করে বলেন, যারা এ সন্ত্রাসী গোষ্ঠীকে সৃষ্টি করেছে তারা কখনো এটিকে নির্মূল করবে না। আইএসআইএল সৃষ্টিতে নিজেদের ভূমিকাকে গোপন রাখার লক্ষ্যে তারা হামলা হামলা খেলা খেলছে।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সর্বশেষ পরমাণু আলোচনার কথা উল্লেখ করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, এ আলোচনার ব্যাপারে ইরানি জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ, এটি দেশের জাতীয় স্বার্থ রক্ষা করছে।

captcha