বার্তা সংস্থা ইকনা: সোভিয়েত ইউনিয়নের দেশ সমূহে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নিজেদের কর্ম তৎপরতা বৃদ্ধি করার জন্য রাশিয়ান ভাষায় ‘ফোরাত মিডিয়া’ নামে একটি ইন্টারনেট টিভি চালু করেছে।
ভিডিও নেটওয়ার্ক "ফোরাত মিডিয়া"য় রাশিয়ান ভাষায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের নিজেদের কর্মতৎপরতা প্রচার করবে।
সামাজিক নেটওয়ার্ক টুইটার এবং ফেসবুকে ‘ফোরাত মিডিয়া’ দেখা যাবে।
এর পূর্বে ‘ককেশীয় মুজাহিদীন ইউনিট’ নামের এক টিভি চ্যানেল চালু করেছে আইএসআইএল। এ চ্যানেলে সিরিয়া ও ইরাকে আইএসআইএলের যোদ্ধাদের কর্মতৎপরতা প্রচার করা হচ্ছে।
রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রী ‘সের্গেই লাভরুভ’ জানিয়েছেন, বর্তমানে প্রায় ২০০০ রাশিয়ান নাগরি আইএসআইএলের হয়ে সিরিয়া ও ইরাকে যুদ্ধ করছে। এদিকে রাশিয়ান নিরাপত্তা পরিষদের প্রধান জানিয়েছেন, এ দলের সদস্য সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং তা ঠেকানো সম্ভব নয়।
3327923