IQNA

দিয়ালায় সন্ত্রাসী হামলার নিন্দায় জাতিসংঘ

14:52 - July 19, 2015
সংবাদ: 3330173
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের দিয়ালা প্রদেশের ‘খান বানি সায়িদ’ শহরে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন ইরাকে জাতিসংঘের প্রতিনিধি ‘ইয়ান কুবিশ’।

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসীরা ১৭ই জুলাই ইরাকের দিয়ালা প্রদেশের ‘খান বানি সায়িদ’ শহরে হামলা করেছে। সন্ত্রাসীদের এ হামলার ফলে ১২০ নিহত এবং ১৩০ জন আহত হয়েছে। ঐ শহর থেকে ২০ জন নিখোঁজ রয়েছে।
ইরাকে জাতিসংঘের প্রতিনিধি ‘ইয়ান কুবিশ’ বলেন: সন্ত্রাসীদের এ হামলায় ফলে দিয়ালা এবং ইরাকের জনগণের সহাবস্থানকে দুর্বল করতে পারবে না।
গাড়িতে রক্ষিত বোমা বিস্ফোরণের এ হামলার দায়ভার ইহুদিবাদী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল স্বীকার করেছে।
ইয়ান কুবিশ বলেন: পবিত্র ঈদুল ফিতরের উৎস ভঙ্গ করার জন্য সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের হামলার ফলে যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি।
দিয়ালা স্থানীয় কাউন্সিল আজকে জরুরি বৈঠকের ব্যবস্থা করেছে। এ বৈঠকে সন্ত্রাসীদের এ হামলাকে মানবিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছে।
ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবদী বলেন: ইরাকি জন সাধারণকে উদ্দেশ্য করে সন্ত্রাসী এ হামলা চালিয়েছে এবং এ হামলা যারা চালিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ হামলার ফলে দিয়ালা প্রদেশের স্থানীয় কর্মকর্তাগণ ঈদের উৎসবকে বন্ধ করে তিন দিনের শোক ঘোষণা করেছেন।
3329152

captcha