বার্তা সংস্থা ইকনা: "ওয়াশিংটন পোস্ট" পত্রিকার সাথে এক সাক্ষাতকারে লরেন্ট বলেন: ইসলামের সমালোচনার করার জন্য নয় বরং বাক স্বাধীনতার জন্য এ ধরণের কার্টুন প্রকাশ করা হত। আমাদের প্রকাশিত কার্টুনকে বিশ্বের সকলে স্বীকৃতি দিয়েছে।
এর পূর্বে চার্লি এবদোর কার্টুনিস্ট রোনাল্ড লুসির যার শিল্পকর্ম লুস নামে প্রসিদ্ধ ঘোষণা করেছে, ভবিষ্যতে হযরত মুহাম্মাদ (সা.)এর চেহারা আর আঁকবে না।
বলাবাহুল্য, চলিত বছরের জানুয়ারি মাসে প্যারিসে শার্লি এবদোর অফিসে সশস্ত্র সন্ত্রাসীর হামলায় এ পত্রিকার সম্পাদক ‘স্টিফেন শার্বুনিয়া’ এবং দুই পুলিশ সহ মোট ১২ জন নিহত হয়। এ হামলার নেতৃত্ব দেয় ৩২ ও ৩৪ বছরের সাইদ ও শরিফ নামের দুই ভাই। হামলার পর তাদেরকে চিহ্নিত করে তাদের মেরে ফেলা হয়।
স্টিফেন নিহত হওয়ার পর এ পত্রিকার সম্পাদক হিসেবে লরেন্ট যোগদান করেন।
3330156