বার্তা সংস্থা ইকনা: কিরগিজস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে: এই মন্ত্রণালয়ের তালিকায় চরমপন্থি সংগঠনের ১৮৪৭ জন সক্রিয় সদস্যের নাম নিবন্ধন করা হয়েছে।
২০১৫ সালের প্রথম ৬ মাসে কির্গিজ পুলিশ চরমপন্থি সংগঠনের ২৩২ সদস্যকে শনাক্ত করেছে। এরমধ্যে তাদের বিরুদ্ধে ১০৩ টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
কিরগিজস্তানের জনগণের মধ্যে চরমপন্থিদের কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও কিরগিজস্তানের পুলিশ ‘উশ’ প্রদেশের ‘সোলাইমান টুভা’ মসজিদের এক বৈঠকের মাধ্যমে ৬০ জন ধর্মীয় নেতার সাথে আলোচনা করেছে। এ সকল নেতারা উশ প্রদেশের নারীদের মধ্যে কাজ করত।
এ বৈঠকে চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিস্তার প্রতিরোধের ব্যাপারে আলোচনা করা হয়।
3331654