IQNA

পাঁচ ভাষায় অনুবাদ করা হবে ‘ইমাম আলী (আ.)এর ফজিলত সমূহ’

23:54 - July 22, 2015
সংবাদ: 3332268
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের পবিত্র নগরী নাজাফে ইমাম আলী (আ.)এর মাযারের অন্তর্গত অনুবাদ কেন্দ্রের পক্ষ থেকে ‘ইমাম আলী (আ.)এর ফজিলত সমূহ’ গ্রন্থটি পাঁচ ভাষায় অনুবাদ করা হবে।

বার্তা সংস্থা ইকনা: মরহুম আল্লামা শেখ মুহাম্মাদ জাওয়াদ মুগনি’র রচিত ‘فضائل امام علی(ع)’ (ইমাম আলী (আ.)এর ফজিলত সমূহ’) গ্রন্থটি বিশ্বের পাঁচ ভাষায় অনুবাদ শুরু হয়েছে।
ইমাম আলী (আ.)এর মাযারের অন্তর্গত অনুবাদ কেন্দ্রের কর্মকর্তা সাইয়্যেদ ইউনুস মুসাভী এ ব্যাপারে বলেন: “এ মূল্যবান গ্রন্থটি বিশ্বের প্রচলিত পাঁচটি ভাষায় অনুবাদ করা হচ্ছে।
তিনি বলেন: ইংরেজি, ফরাসি, সুইডিশ, চীনা ও তুর্কী ভাষায় প্রায় ৭০ শতাংশ অনুবাদ শেষ হয়েছে। চলতি বছরের শেষে দিকে এ গ্রন্থটি পাঁচ ভাষায় অনুবাদ শেষ হবে।
সাইয়্যেদ ইউনুস মুসাভী আরও বলেন: ইমাম আলী (আ.)এর ফজিলত এবং গুণাবলী উল্লেখ করার জন্য এ অনেক গুরুত্ব রয়েছে ১৯০৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৯ সাল পর্যন্ত জীবিত থাকেন। সমসাময়িক মুফাসসিরগণ মধ্যে তিনি অন্যতম ছিলেন এবং ইসলামী মাজহাব সমূহের ঐক্য, জনগণকে ঐক্যের প্রতি আমন্ত্রণ এবং ইসলামী জাগরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
3331582

captcha