IQNA

ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে রক্ষিত বিশ্বের প্রাচীনতম কুরআনের কিছু অসাধারণ ছবি

16:53 - July 25, 2015
সংবাদ: 3335034
আন্তর্জাতিক বিভাগ: গত সপ্তাহে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী হতে বিশ্বের প্রাচীনতম কুরআন শরিফের বেশ কয়েকটি পৃষ্ঠা উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: গবেষণা করে দেখা গিয়েছে কুরআন শরিফের উদ্ধারকৃত পৃষ্ঠাগুলো হযরত মুহাম্মাদ (সা.)এর জীবদ্দশায় কিম্বা তাঁর ওফাতের কিছু দিন পর লেখা হয়েছে। কুরআন শরিফের প্রাচীন পৃষ্ঠাগুলো দীর্ঘ দিন যাবত ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে অজ্ঞাত অবস্থায় রক্ষিত ছিল।
বিশ্বের প্রাচীনতম কুরআন শরিফের কিছু চিত্র নিচে প্রকাশ করা হল:
3334940

captcha