IQNA

হস্তলিখিত কুরআন শরিফ সুরক্ষার আহ্বান জানালো ইসলামী বিশ্ব ইতিহাস, শিল্প এবং সংস্কৃতি সংস্থা

23:51 - July 28, 2015
সংবাদ: 3336440
আন্তর্জাতিক বিভাগ: বার্মিংহাম বিশ্ববিদ্যালয় হতে সংগৃহীত কুরআন শরিফের প্রাচীন পৃষ্ঠাগুলো সুরক্ষার জন্য আহ্বান জানালেন ইসলামী বিশ্ব ইতিহাস, শিল্প এবং সংস্কৃতি সংস্থা ‘আরসিকা’র মহাসচিব ।

বার্তা সংস্থা ইকনা: ইসলামী বিশ্ব ইতিহাস, শিল্প এবং সংস্কৃতি সংস্থা ‘আরসিকা’র মহাসচিব ‘খালিদ আর্দান’ বলেন: ২০০৫ সাল থেকে কুরআন শরিফের প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করে আসছে এবং এ পর্যন্ত উক্ত কেন্দ্র থেকে বেশ কিছু প্রাচীন কুরআন প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় হতে সংগৃহীত কুরআন শরিফের প্রাচীন পৃষ্ঠাগুলো সম্পর্কে খালিদ আর্দান বলেন: আবিস্কৃত পৃষ্ঠাগুলো অতি গুরুত্বপূর্ণ। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন তথ্য প্রকাশ হয়নি।
ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে আবিষ্কৃত কুরআন শরিফের পাণ্ডুলিপির ইতিহাস সম্পর্কে আর্দান বলেন: বার্মিংহাম ইউনিভার্সিটির লাইব্রেরীর ওয়েবসাইটে প্রকাশিত প্রাচীন কুরআন শরিফের চিত্রে বিভিন্ন চিহ্ন, নোক্তা (বিন্দু), অক্ষর এবং আয়াতের মধ্যকার দূরত্ব থেকে স্পষ্ট যে প্রাপ্তি এ পৃষ্ঠাগুলো হযরত মুহাম্মাদ (সা.)এর জীবদ্দশায় লেখা হয়নি।
ইস্তাম্বুলের ‘Topkapi’ প্রসাদে রক্ষিত কুরআন শরিফটিকে বিশ্বের প্রাচীনতম কুরআন শরিফ হিসেবে অবিহিত করে বলেন: উক্ত প্রাচীন কুরআন শরীফের পৃষ্ঠা গুলো প্রায় পূর্ণ। শুধুমাত্র দুটি পৃষ্ঠার সন্ধান পাওয়া যায়নি।
ইসলামী বিশ্ব ইতিহাস, শিল্প এবং সংস্কৃতি সংস্থা ‘আরসিকা’ একটি গবেষণ সেন্টারের নায়। এ সেন্টারটি ওআইসির সংস্কৃতি, শিল্প ও ইতিহাসের গবেষণা কেন্দ্রের অন্তর্গত। উক্ত সেন্টারে গবেষকগণ ইসলামী বিশ্বের ইতিহাস, সংস্কৃতি ও শিল্প নিয়ে গবেষণা করেন। ওআইসির সংস্কৃতি, শিল্প ও ইতিহাসের গবেষণা কেন্দ্রটি ১৯৮০ সালে গঠিত হয়েছে।
3336166

captcha