বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের সরকারী কর্মকর্তা জানিয়েছে: শিয়া বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী লশকরে জাঙ্গাভির মূল নেতা মালিক ইসহাক দীর্ঘ দিন যাবত বিভিন্ন সন্ত্রাসী মূলক কাজ করেছে। এ সন্ত্রাসী ২৯শে জুলাই সকালে পাকিস্তানের লাহোরে পুলিশের গুলিতে নিহত হয়েছে।
পুলিশী এ অভিযানে মালিক ইসহাক এবং তার দুই ছেলে সহ লশকরে জাঙ্গাভির অপর ১৬ সদস্য নিহত হয়। এ অভিযানে পাকিস্তানের ৮ জন পুলিশ নিহত হয়।
বলাবহুল্য, উগ্রবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী লশকরে জাঙ্গাভির নেতা মালিক ইসহাক পাকিস্তানের নিরীহ শিয়া মুসলমানদের ওপর ন্যক্কারজনক বহু হামলা চালিয়ে তাদেরকে হত্যা করেছে এবং সেদেশে সহিংসতা ও সাম্প্রদায়িক তৎপরতা জড়িত ছিল এ সন্ত্রাসী।
3336508