বার্তা সংস্থা ইকনা: ‘মুসহাফে বাসিরাত’ নামে ব্রেইল বর্ণমালায় উক্ত কুরআন শরিফগুলো কাতারের চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে ইন্দোনেশিয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
এ উপলক্ষে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এ বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে কাতারের রাষ্ট্রদূত সৈয়দ আল খাতর এবং স্থানী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে কাতারের রাষ্ট্রদূত বলেন: দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ব্রেইল বর্ণমালায় কুরআন বিতরণের মাধ্যমে অন্ধদেরও কুরআন শিক্ষা সুযোগ করে দেওয়া সম্ভব। এছাড়াও এ কুরআন শরিফগুলো অন্ধদের কুরআন তেলাওয়াত ও হেফজ করার ক্ষেত্রে সাহায্য কবরে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ব্রেইন বর্ণমালায় কুরআন শরিফ বিতরণ করা হয়েছে। ব্রেইন বর্ণমালায় কুরআন পেয়ে দৃষ্টি প্রতিবন্ধীরা খুশি হয়েছে এবং এ প্রকল্পকে স্বাগত জানিয়েছে।
3336712