IQNA

পরমাণু সমঝোতায় সব পক্ষ লাভবান হবে: ফ্যাবিয়াসকে প্রেসিডেন্ট রুহানি

17:29 - July 29, 2015
সংবাদ: 3336881
আন্তর্জাতিক বিভাগ: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতার ফলে ইউরোপের সঙ্গে তেহরানের সম্পর্ক শক্তিশালী হওয়ার পথ সুগম হয়েছে। তিনি আজ (বুধবার) তেহরান সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াসের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা ইকনা: হাসান রুহানি বলেন, ভিয়েনা সমঝোতার ভিত্তিতে ইরান-ফ্রান্স সহযোগিতার ফলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হবে।
গত ১৪ জুলাই ভিয়েনায় স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা অনুযায়ী তেহরান তার পরমাণু কর্মসূচিতে সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা আরোপ করবে। অন্যদিকে পাশ্চাত্য ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেবে। ছয় জাতিগোষ্ঠীর অন্যতম সদস্য ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফ্যাবিয়াস ওই সমঝোতায় সই করেন।
ফ্যাবিয়াসের সঙ্গে সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন,  পরমাণু সমঝোতার মাধ্যমে ছয় জাতিগোষ্ঠী, ইরান এবং আঞ্চলিক দেশগুলো লাভবান হবে। এ সমঝোতা নানা ধরনের হুমকিকে সুযোগে পরিণত করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এ সমঝোতা বাস্তবায়নে আন্তরিকতার পরিচয় দিতে সব পক্ষের প্রতি আহ্বান জানান।
সাক্ষাতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের বহু কোম্পানি ইরানের বাজারে ফিরে এসে এমন কিছু খাতে পুঁজি বিনিয়োগ করতে চায় যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। তিনি ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের পক্ষ থেকে ফ্রান্স সফরের একটি আমন্ত্রণপত্র প্রেসিডেন্ট রুহানির হাতে তুলে দেন। আইআরআইবি
3336775
 

captcha