IQNA

ইংল্যান্ডে ইমাম সাদিক (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী পালিত হবে

17:26 - July 30, 2015
সংবাদ: 3337003
আন্তর্জাতিক বিভাগ: ইমাম সাদিক (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইংল্যান্ড ইসলামিক সেন্টারে ১১ই আগস্ট শোক মজলিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: আহলে বায়েত (আ.)এর সম্মাননায় ইংল্যান্ড ইসলামিক সেন্টারে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত শোকানুষ্ঠান আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে স্থানীয় সময় ১৯টা শুরু হবে।
ইমাম সাদিক (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইংল্যান্ড ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ মুসলিম বিশ্বের সকলকে সমবেদনা জ্ঞাপন করেছে।
3336163

captcha